আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র পিপলস চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন শচীন টেন্ডুলকার। দুই বছর আগে এই পুরস্কার জেতার পর আবারও মনোনয়ন পেয়েছেন লিটল মাস্টার।
পুরস্কারের দৌড়ে আইসিসির তালিকায় আরও রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, জ্যাক ক্যালিস ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। গত বছর ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ জেতেন সাঙ্গাকারা।
পুরস্কার প্রদানের ইতিহাসে এনিয়ে তৃতীয় বারের মতো ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’র বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। পছন্দের ক্রিকেটারকে তারা ভোট দিতে পারবেন আগামী ৩১ আগস্টের মধ্যরাত পর্যন্ত। কলম্বোয় আগামী ১৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে পুরস্কার বিজয়ীর নাম। এই ঠিকানায় www.facebook.com/cricketicc পছন্দের ক্রিকেটারকে ভোট করতে পারবেন ভক্তরা।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইব লয়েডের নেতৃত্বে শ্রীলঙ্কার মারভিন আতাপাত্তু, ইংল্যান্ডের ক্লারে কর্নর, ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার ও অস্ট্রেলিয়ার টম মুডির মতো ক্রিকেট বিশেষজ্ঞদের নিয়ে গড়া এলিট প্যানেল নির্বাচিত করেছেন মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘এনিয়ে তৃতীয় বছর দেওয়া হবে ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ পুরস্কারটি। এতে প্রমাণিত হয় বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের কাছে এটি কি পরিমাণ জনপ্রিয়। আমি নিশ্চিত, এবারও তারা নির্বাচিত করবে কার হাতে উঠছে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।’