চলতি মাসেই রাজশাহীতে গ্যাস সরবরাহ: পেট্রোবাংলা

চলতি মাসেই রাজশাহীতে গ্যাস সরবরাহ: পেট্রোবাংলা

রাজশাহীতে গ্যাস সরবরাহের জন্য পেট্রোবাংলা প্রস্তুত। চলতি মাসের কোনও একদিন রাজশাহীতে পাইপ লাইনে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর।

রাজধানীর কারওয়ান বাজার পেট্রো সেন্টারে মঙ্গলবার দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ও ৩ বছরের সাফল্য তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হোসেন মনসুর জানান, দেশের ২৪টি গ্যাসক্ষেত্রে প্রাক্কলিত (প্রমাণিত ও সম্ভাব্য) গ্যাস মজুদ রয়েছে ৯ দশমিক ৮৭ ট্রিলিয়ন কিউবি ঘনফুট (টিসিএস)। বিগত ৩ বছরে গ্যাস সেক্টরে অনেক সাফল্য থাকলেও অবৈধ সংযোগ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, দেশে বর্তমানে ২৪টি গ্যাসক্ষেত্রের মধ্যে উৎপাদনে রয়েছে ১৮টি। এসব গ্যাসক্ষেত্র থেকে ৮১টি কূপ দিয়ে গ্যাস উৎপাদন করা হয়।

বর্তমান সরকারের আমলে দৈনিক ৫শ ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

বাংলাদেশ শীর্ষ খবর