একদিনে ১৫টি উইকেট পড়েছে। বেঙ্গালুরুর যে মাঠে খেলা হয়েছে তার উইকেট অতি পেস বান্ধব না স্পিন সহায়ক তা পরিষ্কার নয়। তবে বাংলাদেশ ‘এ’ দল ১১০ রানে অলআউট হয়ে প্রতিপক্ষের পাঁচ উইকেট ফেলে দিয়েছে। এ থেকে বোঝা যায় উইকেট বোলিং বন্ধব।
কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস একাদশের বোলাররা বেশি ভালো বল করেছে না বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা খেলতে পারেননি তা নিয়ে বিস্তর গবেষণা হতে পারে। টসে জিতে আগে ব্যাট করতে নেমে সফরকারী দলের ব্যাটসম্যানরা একটিও বড় জুটি গড়ে তুলতে পারেনি। পারবে কি করে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র চারজন ব্যাটসম্যান। ইমরুল কায়েস ১৪, মমিনুল হক ২১, নাঈম ইসলাম ১৮ ও ডলার মাহমুদ ১৭। বাকিদের স্কোর না বলাই ভালো। তাতে আকর্ষণীয় কিছু নেই।
কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস একাদশের বোলার সুনিল রাজু তিনটি এবং অর্জুন শেঠী পাঁচটি উইকেট নেন।
পরে তারা ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৬৪ রান করে। নিচল ৭২, মাইনক আগারওয়াল ৪৫ ও কুনাইন আব্বাস ৩৬ রান করেন। সোহাগ গাজী নিয়েছেন তিন উইকেট।