হবিগঞ্জের বানিয়াচংয়ে জনাব আলী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের ২ দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে বুধবার বেলা সাড়ে ১১টার দিক এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত কলেজ শাখা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া (১৯) এবং বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদকে (৩৮) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক শরীফ উদ্দিন (২০), উপজেলা যুবদল কর্মী শফিকুল ইসলামসহ (২৫) অন্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জনাব আলী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র শাহ আলম ও কাউসার মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর জের ধরে বড় বাজারে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়।
এবিষয়ে জনাব আলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ সাফিউজ্জামান খান জানান, দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।