বেন গাজির গোয়েন্দা দপ্তরে বোমা বিস্ফোরণ

বেন গাজির গোয়েন্দা দপ্তরে বোমা বিস্ফোরণ

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেন গাজি নগরীতে অবস্থিত সামরিক গোয়েন্দা বিভাগের দপ্তর লক্ষ করে বোমা হামলা চালানো হয়েছে। বোমার আঘাতে ভবনটির একটি অংশ মারাত্মকভাবে বিধ্বস্ত হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে লিবিয়ার নিরাপত্তা সূত্র।

বুধবার লিবিয়ার একজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান ভবনটিতে বোমাটি আগে থেকে পেতে রাখা হয়। বিস্ফোরণে দ্বিতল ভবনটির একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।

তবে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটেনি বলে জানিয়েছে লিবীয় কর্তৃপক্ষ। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনও উদঘাটিত হয়নি।

বেন গাজির নিরাপত্তা বিভাগের মুখপাত্র খালেদ হায়দার সংবাদমাধ্যমকে জানান গত কয়েক সপ্তাহ ধরেই বেন গাজিতে এ ধরণের হামলা সংঘটিত হচ্ছে।

এর আগে গত রোববারও বেন গাজির বিখ্যাত তিবেসতি হোটেল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। এছাড়া গত শুক্রবার বেনগাজির একটি আদালত ভবনের সামনে বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হয়। পাশাপাশি নগরীর প্রধান কারাগার লক্ষ করেও রকেট হামলা চালানো হয় বলে জানা গেছে।

তবে সবচেয়ে মারাত্মক হামলা সংঘটিত হয় মঙ্গলবার রাতে। একদল বন্দুকধারী এ সময় বেনগাজি কারাগারে হামলা চালিয়ে সাবেক বিদ্রোহী নেতা আব্দেল ফাত্তাহ ইউনিসের হত্যাকারী সন্দেহে আটক এক ব্যক্তিকে কারাগার থেকে বের করে নিয়ে যায়।

ইউনিস বিদ্রোহে যোগ দেওয়ার আগে গাদ্দাফি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের জুলাই মাসে নিহত হন তিনি।

আন্তর্জাতিক