মাদকচক্র নির্মূল অভিযানের অংশ হিসেবে এবার সেনাবাহিনীর তিন জেনারেল ও এক লেফটেন্যান্ট কর্ণেলের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট গঠন করেছেন মেক্সিকোর সরকারি কৌঁসুলিরা।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে মেক্সিকোর কুখ্যাত মাদক পাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছিলো তাদের।
অভিযুক্তদের মধ্যে রবার্তো দাউ গনজালেজ মেক্সিকো সেনাবাহিনীতে জেনারেল হিসেবে কর্মরত। অপর দু’জন টমাস এঞ্জেলেস ও রিকার্দা এস্কোশিয়া ভার্গাস সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল। পাশাপাশি সাবেক লেফটেন্যান্ট কর্নেল সিলভিও হার্নান্দেজ সোটোকেও একই অপরাধে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
মেক্সিকোর কুখ্যাত মাদকচক্র বেলট্রা লিয়েভা কার্টেলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিলো বলে অভিযোগ পত্রে দাবি করছেন সরকারি কৌসুঁলিরা।
মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে এক সঙ্গে এত উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেফতারের ঘটনা মেক্সিকোতে এটাই প্রথম।
গত ছয় বছরেরও বেশি সময় ধরে মেক্সিকোর সেনাবাহিনী দেশটির কুখ্যাত মাদক চোরাকারবারী চক্রগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে মুখ্য ভুমিকা পালন করে আসছে।
দশকের পর দশক সময় ধরে মাদকদ্রব্য পাচার ও উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ‘আন্ডারওয়ার্ল্ড’ চক্র মেক্সিকোর যত্রতত্র খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।
ফেলিপ ক্যালদেরন মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাদক চক্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মাদক চক্র নির্মূলের জন্য ২০০৬ সালে প্রথমবারের মত সেনা মোতায়েন করেন তিনি ।
সেনা অভিযান শুরুর পর গত ছয় বছরে মাদক সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হয়।