আলোচনা ব্যর্থ হলে ইরানে সামরিক অভিযান: প্যানেট্টা

আলোচনা ব্যর্থ হলে ইরানে সামরিক অভিযান: প্যানেট্টা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনার মাধ্যমে পরমাণু সমস্যার সমাধান না হলে ইরানকে মার্কিন হামলার মুখোমুখি হতে হবে। পরমাণু অস্ত্র পাওয়ার আগেই ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা করবে না এ সময় সতর্ক করে দেন তিনি।

ইসরায়েল সফররত প্যানেট্টা বুধবার দক্ষিণ ইসরায়েলে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন। ইরানকে থামাতে সব উপায়ই এখন খোলা আছে বলে  উল্লেখ করেন প্যানেট্টা। আলোচনার টেবিলে সমস্যার সমাধান না হলে সামরিক উপায়ে এর সমাধান করা হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এ সময় প্যানেট্টার সঙ্গে অবস্থান করছিলেন। তিনি বলেন, পরমাণু অস্ত্রের আকাঙ্খা থেকে ইরানকে নিবৃত্ত রাখতে নিষেধাজ্ঞা খুব কমই ভূমিকা রাখতে পারবে।

মিসর সফর শেষে প্যানেট্টা মঙ্গলবার ইসরায়েল পৌঁছান। এর আগে তিনি কায়রোতে মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও সামরিকবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাত করেন।

আন্তর্জাতিক