চলতি বছরের অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠেয় উন্নয়নশীল-৮ (Developing-8) সদস্যভুক্ত দেশের শিল্প সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে বাংলাদেশের ইমেজ ব্র্যান্ডিংয়ে কাজে লাগানোর আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
তিনি বলেছেন, “ডি-৮ সদস্যভুক্ত দেশের মধ্যে দেশি শিল্পপণ্যের বাজার প্রসার এবং শিল্পখাতে বিরাজমান বহুমাত্রিক সম্ভাবনা কাজে লাগাতে এ সম্মেলনের মাধ্যমে পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হবে। পরিকল্পিতভাবে সম্মেলনের সুবিধা নিতে বেসরকারি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের কাজ করতে হবে।”
ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, বণিক সমিতি ও ট্রেডবডির নেতাদের সঙ্গে বুধবার দুপুরে এক আলোচনা সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম খোরশেদ আলম, খন্দকার রাকিবুর রহমান, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, এমসিসিআই প্রতিনিধি ফারুক আহমেদ, বিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী, আইসিআইবি প্রতিনিধি অজয় বিহারী সাহা, বিজিএমইএ মহাসচিব এহসান উল ফাত্তাহসহ শিল্প-বণিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের বিভিন্ন ইভেন্টে দেশের বেসরকারি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়, সম্মেলনে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলো থেকে আগত বেসরকারিখাতের উদ্যোক্তারা ১১টি শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করবে। এগুলো হচ্ছে- অটোমোটিভ ও সিমেন্ট, স্টিল, আইসিটি, পেট্রোকেমিক্যাল, এনার্জি ও এনভায়রমেন্টাল কনজারভেশন, ফুড ইন্ডাস্ট্রিজ, টেক্সটাইল ও গার্মেন্টস, স্ট্যান্ডার্ডাইজেশন ও কনফরমিটি অ্যাসেসমেন্ট, অ্যাক্রেডিটেশন ও মেট্রোলজি, এসএমই।
সভায় সম্মেলনের পাশাপাশি দেশি শিল্প পণ্য প্রদর্শনী আয়োজনের সিদ্ধাস্ত নেওয়া হয়। বেসরকারি উদ্যোক্তারা সরকারের সহায়তায় এ প্রদর্শনী আয়োজন করবে।
সভায় সম্মেলনের সাইডলাইনে খাতভিত্তিক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভায় শিল্প উদ্যোক্তারা ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার, সিরামিকস ও প্রিন্টিংখাতকে ডি-৮ এর অগ্রাধিকার শিল্পখাতের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৮ থেকে ১০ অক্টোবর ঢাকায় শিল্পখাতে সহায়তা বিষয়ক ডি-৮ মন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের শিল্প বিষয়ক মন্ত্রী, সরকারি কর্মকর্তা, বেসরকারি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।