ঈদের আগে নীট শিল্পের মালিক হঠাৎ আর্থিক সংকটে পড়লে ব্যাংক-মালিক সম্পর্কের ভিত্তিতে এককালীন ঋণ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বুধবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে বিকেএমইএ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর এর এক সভায় এ দাবি জানানো হয়।
এতে বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমানের প্রথম সহ-সভাপতি হাবিবুর রহমান, দ্বিতীয় সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিকেএমইএ এর পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়, ঈদের আগে যদি কোন নীট শিল্পের মালিক আর্থিক সংকটে পড়েন সেক্ষেত্রে ব্যাংক-মালিক সম্পর্কের ভিত্তিতে তাদের এককালীন ঋণ সহায়তা সুবিধা দেওয়া, নীট শিল্পে বিকল্প নগদ সহায়তা প্রাপ্যতার ক্ষেত্রে ‘বিটিএমএ সার্টিফিকেট ফর ক্যাশ অ্যাসিসটেন্স’ এর আবশ্যকতা আরোপিত করায় সৃষ্ট সমস্যা এবং নিজস্ব নিটিং ও ডাইং না থাকায় বিকল্প নগদ সহায়তার প্রাপ্যতা নিয়ে সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা, অগ্রীম টিটির মাধ্যমে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে নগদ সহায়তা অনুমোদন এবং আংশিক বন্ড সুবিধা ভোগকৃত হলেই নগদ সহায়তা প্রাপ্তিতে সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়।
এসব দাবির প্রেক্ষিতে ডেপুটি গভর্নর এস কে সুর নীট শিল্প মালিকরা যাতে ঈদের আগে কোন ধরণের আর্থিক সমস্যায় না পড়েন সেজন্য ঈদের আগে ক্যাশ ইনসেনটিভ ও প্রনোদণা প্যাকেজের অর্থ ছাড়করণের আশ্বাস দেন।