জেনরেশন নেক্সট ফ্যাশন লি. কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের আইপিও অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মঙ্গলবার এসইসির নিয়মিত ৪৪১ তম কমিশন সভায় এ অনুমোদন করা হয়েছে।
এসইসি’র নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানিটি ১০ অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করবে। আইপিও থেকে সংগৃহীত অর্থ ব্যাংক লোন পরিশোধ করবে কোম্পানিটি।
৩১ ডিসেম্বর ২০১১ এর সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ০৯ টাকা।
ব্রাক ইপিএল কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, এ কোম্পানির আইপিওতে বিশেষ স্কিমের আওতায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ২০ শতাংশ কোটা পাবেন।