সরকারি প্রতিষ্ঠানের মতো সকল বেসরকারি প্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
তিনি বলেন, ‘‘মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হলে শিশুর বেড়ে ওঠা নিরাপদ হবে এবং মাও নিশ্চিন্তে থাকবেন।’’
বুধবার দুপুর ১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘‘বাজারে রকমারি শিশুখাদ্যের বিজ্ঞাপন বিভ্রান্ত করে মায়েদের। ছয় মাস বয়েস পর্যন্ত বুকের দুধ ছাড়া সকল ধরনের খাদ্য শিশুর জন্য অনিরাপদ। ছয় মাস পর এক বছর পর্যন্ত মাতৃদুগ্ধের সঙ্গে অল্প করে বাড়ির খাবারও দেওয়া যেতে পারে।’’
তিনি বলেন, ‘‘শুধুমাত্র শিশুর জন্মের প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ খাওয়ানো গেলেই নবজাতক শিশু ও মাতৃমৃত্যু হার অনেক কমিয়ে আনা সম্ভব হবে।’’
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউণ্ডেশন যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউণ্ডেশনের চেয়ারম্যান ডা. এস কে রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব হুমায়ূন কবির, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোহাম্মদ শিফায়েত উল্লাহ প্রমুখ।