বাংলাদেশের স্বনামধন্য জাদুশিল্পী আলিরাজ জাদুশিল্পীদের আন্তর্জাতিক সংগঠন ‘ফেডারেশন অব ইন্টারন্যাশনাল সোসাইটি অব ম্যাজিসিয়ানের (এফআইএসএম) বাংলাদেশ শাখার সভাপতি নিযুক্ত হয়েছেন।
এ ঘটনায় ম্যাজিসিয়ান সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
এ বছর এফআইএসএমের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনে আলিরাজের নেতৃত্বে এসএমবি প্রদর্শনী ও অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে একটি স্বনামধন্য জাদু সংগঠন হিসেবে নাম করে।
সম্প্রতি এফআইএসএম আয়োজিত বিশ্ব জাদু প্রদর্শনী প্রতিযোগিতায় আলিরাজ অংশগ্রহণ করেন। বিশ্বে জাদুর অলিম্পিক হিসেবে পরিচিত এ প্রতিযোগিতা ‘এফআইএসএম’ ইউরোপিয়ান চ্যাপ্টার প্রতি তিন বছর পরপর আয়োজন করে থাকে। ব্রিটেনে গত ৯ থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেখানে সফল জাদু প্রদর্শনী উপস্থাপনের পর আলিরাজ ব্রিটেনের হ্যামেলের রোজ গার্ডেন হোটেলে দুটি শো করেন। এর পর লন্ডনের নিউহ্যামে অনুষ্ঠিত অলিম্পিক রিলে অনুষ্ঠানেও তিনি একটি শো করেন। অলিম্পিক মশালকে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন সেখানে।
অনুষ্ঠানে অসাধারণ কৃতিত্ব প্রদর্শণের জন্য লন্ডনের নিউহ্যামের কাউন্সিলর আয়েশ সি আলিরাজকে গত ২৫ জুলাই সম্মান সূচক স্বীকৃতি প্রদান করেন।
আলিরাজ বর্তমানে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে বাংলাদেশের জাদু ও জাদুশিল্পীদের উপস্থাপন ও পরিচিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এছাড়া তিনি আগামী ২০১৫ সালে ইতালিতে বিশ্ব জাদু প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।