‘অসমাপ্ত আত্মজীবনী’র নকল কপি বিক্রির অভিযোগে দুইজন জেলে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কপিরাইট আইন লঙ্ঘন করে প্রকাশ ও বিক্রির অভিযোগে গ্রেফতার হওয়া দুই আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হলে মহানগর হাকিম মো. মনিরুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৯ জুন গণভবনে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা আনুষ্ঠানিকভাবে বইটি মোড়ক উন্মোচন করেন।

এজাহারে বলা হয়, ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দি অবস্থায় চারটি খাতায় ১৯৫৫ সাল পর্যন্ত নিজের আত্মজীবনী লিখে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ডায়েরিই ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিসাবে প্রকাশ করে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

কিন্তু সোমবার সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেতের একটি দোকানে গিয়ে বইটির নকল কপি দেখতে পান ইউপিএলের কর্ণধার মহিউদ্দিন আহমেদ। পরে রাত ১১টায় কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে রাজধানীর নীলক্ষেত থানায় এ মামলা করেন।

বাংলাদেশ