মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে আহত এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাঘরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয় বলে পুলিশ জানায়।
জাহাঙ্গীর (২৭) বাঘরা গ্রামের মৃত জালাল ব্যাপারীর ছেলে।
সোমবার উপজেলার বরিবরখোলার বাইন্নবাড়ি সেতুর পাশে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, একটি মোবাইল ফোন চুরির ঘটনায় পূর্ব শত্র“তার জের ধরে তাকে গুলি করা হয়।
এ ঘটনায় নিহতের বন্ধু শাহীন মিয়া বাদী হয়ে আব্দুর রউফ ওরফে রবা ডাকাতসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান ওসি।