নির্বাচনকালীন সরকারে বিরোধী দলকে যোগ দিতে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, তা মেনে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।
আগামী নির্বাচন নিরপেক্ষভাবে করতে সরকার যে আন্তরিক, প্রধানমন্ত্রীর প্রস্তাবের মধ্য দিয়ে তারই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগের শোক শোভাযাত্রার আগে এক সমাবেশে হানিফ বিএনপির উদ্দেশে বলেন, “প্রধানমন্ত্রীর প্রস্তাবে আপনারা সাড়া দিন। এ বিষয়ে আপনাদের কারো যদি কোনো প্রস্তাব থাকে, তাহলে সংসদে এসে জানাতে পারেন।”
শেখ হাসিনা সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারে বিএনপিকে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তবে অনির্বাচিতদের হাতে ক্ষমতা না দেওয়ার পক্ষের আগের অবস্থানই প্রকাশ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অবশ্য তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “দেশের উন্নয়ন কাজে বাধা না দিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাব অনুসারে কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, সে বিষয়ে সংসদে গিয়ে কথা বলুন।”
“সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বর্তমান সরকার যে আন্তরিক, প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে,” বলেন তিনি।
‘সরকার দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে’- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে হানিফ বলেন, “অন্ধকার নয়, বর্তমান সরকার চারদলীয় জোট সরকারের সময়ের অচলায়তন ভেঙে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
বঙ্গবন্ধুকে হারানোর মাস অগাস্টের প্রথম দিনে জাতীয় শ্রমিক লীগের শোভাযাত্রার আগের এই সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।