পুতিন বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে চুরির অভিযোগ

পুতিন বিরোধী রাজনৈতিক কর্মী ও  দুর্নীতি বিরোধী প্রচারণা ব্যক্তিত্ব অ্যালেক্সিই নাভালনির বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা। রাশিয়ার কিরোভ অঞ্চলে কাঠের ব্যবসা সংশ্লিষ্ট আর্থিক অনিয়মে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে রুশ তদন্তকারীরা। তিন বছর আগে লাভালনি এ অঞ্চলের গভর্নরের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। তবে একই অভিযোগ এর আগে আঞ্চলিক কৌসুঁলিরা তদন্তের পর বাতিল করে দিয়েছিলো। এদিকে নাভালনি দাবি করেছেন মান সম্মান নষ্ট করতেই এ অভিযোগ দাঁড় করানো হয়েছে তার বিরুদ্ধে। এর আগে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো তার বিরুদ্ধে।  মস্কোতে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সরকার বিরোধী বিক্ষোভের অন্যতম সংগঠক হিসেবে বিবেচনা করা হয় তাকে। মঙ্গলবার মস্কোর কেন্দ্রীয় তদন্ত বিভাগের অফিসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় তার অনেক সমর্থক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। রাশিয়ার অপরাধ আইনের ১৬০ নং ধারা অনুযায়ী অর্থ আত্মসাত সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে ৫ থেকে ১০ বছরের কারাদ-ের সম্মুখীন হতে পারেন নাভালনি। নাভালনির বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগ এনেছে তদন্তকারীরা। তবে ফেডারেল তদন্ত বিভাগের মুখপাত্র ভøাদিমির মারকিন সাংবাদিকদের জানান আপাতত তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হলেও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনার পর ভবিষ্যতে আরও গুরুতর অভিযোগ আনা হতে পারে তার বিরুদ্ধে। নাভালনির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে কিরোভ অঞ্চলের গভর্নরের পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের সময় দুটি প্রতিষ্ঠানের প্রধানের যোগসাজশে ১ কোটি ৬০ লাখ রুবল পরিমান অর্থের কাঠ চুরিতে জড়িত ছিলেন তিনি।

আন্তর্জাতিক