পদক তালিকায় এখনো শীর্ষ স্থান ধরে রেখেছে চীন। মঙ্গলবার চতুর্থ দিন শেষে ১৩টি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং চারটি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক জিতেছে ২০০৮’র অলিম্পিক আয়োজক দেশ।
পরের স্থানে থাকা যুক্তরাষ্ট্রও পেয়েছে ২৩টি পদক। চীনের চেয়ে চারটি স্বর্ণ পদক পেয়েছে তারা। যুক্তরাষ্ট্র আটটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জ পদক জিতেছে।
ফ্রান্স চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে। দক্ষিণ কোরিয়ার পদক আটটি। তাতে তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক আছে। তাদের পরের স্থানে আছে চীরশত্রু উত্তর কোরিয়া। তিনটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পেয়েছে তারা।
কাজাকিস্তান তিনটি স্বর্ণ, ইতালি দুটি স্বর্ণ, চারটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ, জার্মানি দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ, রাশিয়ান ফেডারেশন দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ, দক্ষিণ আফ্রিকা দুটি স্বর্ণ, জাপান একটি স্বর্ণ, চারটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ, অস্ট্রেলিয়া একটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ, রুমানিয়া একটি স্বর্ণ, দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ, ব্রাজিল একটি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ, হাঙ্গেরি একটি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ, নেদারল্যান্ডস একটি স্বর্ণ ও একটি রৌপ্য, ইউক্রেন একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ, জর্জিয়া, লিথুয়েনিয়া ও স্লোভেনিয়া একটি করে স্বর্ণ পদক জিতেছে।
এছাড়া পদক তালিকায় জায়গা করে নিয়েছে আরও কয়েকটি দেশ।