স্টার সিনেপ্লেক্সে ৩ অগাস্ট থেকে ‘অ্যাভেঞ্জার্স’

৩ অগাস্ট থেকে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে এ বছরের হলিউডি ব্লকবাস্টার সিনেমা ‘দি অ্যাভেঞ্জার্স’। এটি পরিচালনা করেছেন জস হুইডন। এতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস, স্কারলেট জনসন প্রমুখ।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুনিয়া মাতানো এ সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত ৪ মে। মুক্তির প্রথম তিন দিনেই ২০ কোটি ডলার আয় করে রেকর্ড গড়ে সিনেমাটি। এবার সর্বকালের সেরা আয়ের রেকর্ড গড়ার দিকে এগিয়ে চলছে মার্ভেল কমিকসের সুপার হিরোরা। ২২ কোটি ডলার ব্যয়ে নির্মিত জস হেডনের ‘দি অ্যাভেঞ্জার্স’ ইতোমধ্যে সারাবিশ্ব থেকে আয় করেছে ১শ’ ৪৫ কোটি ৭ লাখ মার্কিন ডলার। বিশ্বের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় এর অবস্থান এখন তৃতীয়।

মেজবাহ আরও জানিয়েছেন, ‘এর টাইটেল স্পনসরশিপ এবং সার্বিক সহযোগিতা করছে বাংলালিংক ‘প্রিয়জন’ প্রোগ্রাম। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানটি ‘প্রিয়জন’-এর গ্রাহকরা সিনেমাটির একটি টিকিট কিনলে সঙ্গে আরেকটি টিকিট বিনামূল্যে পাবেন।’

সিনেমাটির গল্পে, পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে লড়াইয়ে নামে আয়রনম্যান (রবার্ট ডাউনি জুনিয়র), ক্যাপ্টেন আমেরিকা (ক্রিস ইভান্স), হাল্ক (মার্ক রাফালো), থর (ক্রিস হেমসওয়ার্থ), হাউকি (জেরেমি রেনার), নিক ফিউরি (স্যামুয়েল এল. জ্যাকসন)। তাদের সঙ্গে ব্ল্যাক উইডো চরিত্রে আছেন স্কারলেট জোহানসন।

বিনোদন