গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্ত ফখরুলরা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছেন দ্রুত বিচার আদালত-৫ এর বিচারক হারুন-অর-রশিদ। মঙ্গলবার  দুপুর দেড়টায় শুনানি শেষে ওই মামলায় তাদেরকে অভিযুক্ত করেন আদালত।

আগামী ৭ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত। এছাড়া অভিযোগ গঠনকালে মামলার আসামি সাদেক হোসেন খোকা, আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে আসামিপক্ষের আইনজীবী জানান, সাদেক হোসেন খোকা হাইকোর্টের অনুমতি নিয়ে চিকিৎসার জন্যে বিদেশে গেছেন। বাকি ২ জন গেছেন ওমরাহ হজ পালন করতে।

এর আগে গাড়ি পোড়ানোর মামলাটি দ্রুত বিচার আদালত-৫ এর বিচারক হারুন-অর-রশিদের আদালতে  স্থানান্তর করেন সিএমএম আদালত। বেলা সাড়ে ১২টা নাগাদ শুনানি শুরু করেন ওই আদালত।

তবে এ মামলাটি ছিল বিচারক মোহাম্মদ এরফান উল্লাহর আদালতে। সকালে বিচারকের প্রতি আসামিপক্ষ অনাস্থা প্রকাশ করায় মামলার নথি সিএমএম আদালতে প্রেরণ করেন তিনি। সিএমএম আদালত পরে দ্রুত বিচার আদালত-৫ এর বিচারক হারুন-অর-রশিদের আদালতে মামলা স্থানান্তর করে দেন।

উল্লেখ্য,মঙ্গলবার সকালে শুনানির এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবীরা বিচারক মোহাম্মদ এরফান উল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করেন। পরে মামলার নথি সিএমএম আদালতে প্রেরণের নির্দেশ দেন ওই আদালত।

আসামিপক্ষের আইনজীবী সুপ্রীম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট মামলা করা হয়েছে মর্মে আদালতকে অবহিত করেন।

তিনি বলেন, “যেহেতু আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করা হয়েছে, তাই বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্জ শুনানি মুলতবি রাখা হোক।”

রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু চার্জ শুনানি স্থগিত রাখার বিরোধিতা করেন।

তিনি বলেন, “যেহেতু হাইকোর্টে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হয়নি এবং চার্জ শুনানি বিষয়টি হাইকোর্টে কোনো স্থগিত আদেশ নেই, সুতরাং চার্জ শুনানি করতে কোনো বাধা নেই।”

শুনানি শেষে বিচারক আসামিপক্ষের চার্জ শুনানির স্থগিত আবেদন নাকচ করে দেন এবং চার্জ শুনানি করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আইনজীবীরা বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেন।

মামলার ৪৬ আসামির মধ্যে বিএনপির ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জামিনে থাকা ৩৬ জন সকালেই আদালতে হাজির হন।

আসামিদের মধ্যে ১ জন পলাতক ও ৪ জন কারাগারে রয়েছেন। এছাড়া তিনজন সময় চেয়ে আবেদন করেছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে হরতালের সময় গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়। ওই রাতেই তেজগাঁও থানায় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করে পুলিশ।

গত ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামি করে সম্পূরক চার্জশিট দেওয়া হয়।

রাজনীতি