চীনের শাসন অব্যাহত

পদক যুদ্ধে চীন তার আধিপত্য ধরে রেখেছে। সোমবার তৃতীয় দিন শেষে তাদের থলেতে পড়েছে নয়টি স্বর্ণ, পাঁচটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ নিয়ে মোট ১৭টি পদক।

দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রও পেয়েছে ১৭টি পদক। কিন্তু চীনের চেয়ে তিনটি স্বর্ণ কম পেয়েছে অলিম্পিক গেমসের পরাশক্তি। পাঁচটি স্বর্ণ, সাতটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছে উত্তর আমেরিকার দেশ।

রাশিয়া, ইতালি, জার্মানির মতো দেশকে পেছনে ফেলে ফ্রান্স পদক তালিকার তৃতীয় স্থানে। এ পর্যন্ত মোট সাতটি পদক জিতেছে তারা। যাতে তিনটি স্বর্ণ, একটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক।

ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার দখলে তিনটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক। ইতালি দুটি স্বর্ণ, চারটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক, রিপাবলিক অব কোরিয়া দুটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।

রাশিয়ান ফেডারেশন পেয়েছে মোট পাঁচটি পদক, দুটি স্বর্ণ এবং তিনটি ব্রোঞ্জ। কাজাকিস্তান দুটি স্বর্ণ নিয়ে অষ্টম স্থানে। জাপানের ১১ পদকের মধ্যে স্বর্ণ একটি, রৌপ্য চারটি এবং ব্রোঞ্জ ছয়টি। একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার পদক পাঁচটি। রোমানিয়া একটি স্বর্ণ ও দুটি রৌপ্য, ব্রাজিল একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ, হাঙ্গেরিও একটি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছে। নেদারল্যান্ডস একটি স্বর্ণ, একটি রৌপ্য, ইউক্রেন একটি স্বর্ণ, দুটি ব্রোঞ্জ, জর্জিয়া একটি স্বর্ণ, লিথুনিয়া ও দক্ষিণ আফ্রিকা একটি করে স্বর্ণ জিতেছে।

এছাড়া পদক তালিকায় নাম উঠেছে কলম্বো, গ্রেট বৃটেন, কিউবা, জার্মানি, মেক্সিকো, পোল্যান্ড, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, আজারবাইজান, বেলজিয়াম, কানাডা, ইন্দোনেশিয়া, ভারত, মালদোভা, মঙ্গোলিয়া, নরওয়ে, সার্বিয়া, স্লোবাকিয়া ও উজবেকিস্তান।

খেলাধূলা