এখন থেকে তফসিলি ব্যাংকগুলো নিজেদের জন্য জমি, ভবন বা ফ্লোর স্পেস কিনতে অথবা ইজারা নিতে পারবে না। তবে ব্যাংকের প্রধান কার্যালয় এবং সিটি করপোরেশন এলাকায় শাখা করার জন্য তা করা যাবে। তবে সে ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে এই কথা জানায়। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ থেকে এটি জারি করা হয়।
এতে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের নিজস্ব ব্যবহার ছাড়া অন্য কোনো প্রয়োজনে জমি, ভবন অথবা ফ্লোর স্পেস ক্রয় কিংবা ১০ বছরের বেশি সময়ের জন্য ইজারা নেওয়া যাবে না। তবে সিটি করপোরেশন এলাকায় শাখা করার জন্য ফ্লোর স্পেস ক্রয় অথবা ইজারা নেওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়, এজন্য ব্যাংকগুলোকে পর্ষদের অনুমোদন সাপেক্ষে আবেদনপত্র কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে।