মোশাররফের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

মোশাররফের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।

এ সপ্তাহের মধ্যেই উচ্চ আদালতে তা দাখিল করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান।

রোববার দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে এস এম সাহিদুর রহমান বলেন, এ কে এম মোশাররফ হোসেন ফেনী গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ক্রয় চুক্তির (জিএসপিএ) আগে নাইকোকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের তৎকালীন প্রেসিডেন্ট কাশেম শরিফের কাছ থেকে ৯৫ লাখ ৫৮ হাজার কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার জিপ নিয়েছিলেন।

কাশেম শরিফও এই মামলার আসামি।

সাহিদুর জানান, সে সময় নাইকো প্রতি হাজার ঘনফুট (এমসিএফ) গ্যাসের মূল্য ২.১৫ থেকে ২.৩৫ ডলার দাবি করে আসছিল। তখন এ সংক্রান্ত ক্রয় কমিটি একাধিকবার বৈঠক করেও মূল্য নির্ধারণে ব্যর্থ হয়। পরবর্তীতে ঘুষ গ্রহণের ঘটনা ফাঁস হয়ে গেলে মন্ত্রী পদত্যাগ করেন। এরপর গ্যাসের মূল্য ১.৭৫ ডলার নির্ধারণ করে গ্যাস ক্রয় চুক্তি হয়।”

এর আগে পেট্রোবাংলাও ঘটনার তদন্ত করেছিল।

দুদকের তদন্তে আগের তদন্তের তথ্য কাজে লেগেছে বলে জানান উপপরিচালক সাহিদুর রহমান।

রাজনীতি