আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, “তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার বিধান রেখে বর্তমান সরকার ‘ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ ২০০৫’ সংশোধন করতে যাচ্ছে।”
রোববার সকাল ১১টায় রাজধানীর সিরডাপ মিলানায়তনে ‘তামাকজনিত রোগে আক্রান্ত মানুষের আর্তনাত’ শীর্ষক আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই আইনে ১৬ বছরের কম বয়স্কদের কাছে সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে পাবলিক প্লেসে ধূমপান করা হলে ৫০০ টাকা জরিমানার রাখা হচ্ছে আইনে।
তিনি আরও বলেন, “তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে চাইলে আমাদের আইনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
সংশোধিত আইনটি শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে তিনি জানান।
“আইনের ফাঁক-ফোকর গলে যাতে কোনো তামাক-ব্যবসায়ী কোনোভাবে বের হয়ে যেতে না পারেন সে-বিষয়ে আমরা খেয়াল রাখব।”
জাতীয় অধ্যাপক এম এ মালিকের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য নাজমা আখতার ও তামাকবিরোধী সংগঠন ইউনাইটেড ফোরামের মহাসচিব ড. মো: সিরাজুল ইসলাম।