বিমান এমডির কক্ষের সামনে বিক্ষোভ চলছে

বিমান এমডির কক্ষের সামনে বিক্ষোভ চলছে

বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহবায়ক ও বিমান শ্রমিকলীগের সভাপতি মশিকুর রহমানকে দেওয়া শোকজ (কারণ দর্শাও)  প্রত্যাহার না করায় এর প্রতিবাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের(এমডি) কক্ষের সামনে বিক্ষোভ করছে বিমান শ্রমিক লীগ।

রোববার বেলা ১১টার দিকে সংগঠনটির নেতা-কর্মীরা এমডি কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এর আগে শোকজ নোটিস প্রত্যাহারে  বিমান বাঁচাও ঐক্য পরিষদ ও বিমান শ্রমিকলীগ কর্তৃপক্ষকে আলটিমেটামও দেয়।

বিক্ষোভকারীরা তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

জানা যায়, বিমানের কোম্পানি সচিব ফজলুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে মশিকুর রহমানকে শোকজ করা হয়। শোকজ নোটিসে  ৯৬ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

ওই সময় মশিকুর রহমানকে শোকজের প্রতিবাদে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে বিক্ষোভও করেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদকে শোকজের বিষয়টি সুরাহার অনুরোধ জানায়। নতুবা আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানান।

মশিকুর রহমানের নেতৃত্বে বিমান বাঁচাও ঐক্য পরিষদ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। বিমান সংশ্লিষ্টরা বলছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনের দমন করতেই মশিকুর রহমানকে শোকজ করা হয়েছে।

বাংলাদেশ