সিদ্ধচাল রফতানির সিদ্ধান্ত নিচ্ছে সরকার। খাদ্য পরিধারণ কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল অব্দুল মুহিত সাংবাদিদের এ কথা জানান।
এর আগে খাদ্য মজুত পরিস্থিতি ও আমদানি-রফতানি এবং পোল্ট্রি শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, “আমরা খাদ্যে আত্মনির্ভরশীল। বাজারে চালের দাম কম। কৃষকরা খরচের টাকাও ওঠাতে পারছে কী না সন্দেহ রয়েছে। সে বিবেচনায় সরকার খাদ্য রফতানি করবে।”
বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাদ্য পরিধারণ কমিটির সভায় এর আগে সুগন্ধি চাল রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।