বিশ্ব পুঁজিবাজার চাঙ্গা

গত কয়েকদিন ধরে বিশ্বের শেয়ারবাজারগুলোতে সূচকের টানা পতনের পর রোববার ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, অফ্রিকা এবং এশিয়ার প্রায় সব শেয়ারবাজারের সূচক ব্যাপক বেড়েছে।

রোববার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সব স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে ইউরো স্টক্সস ৫০ প্রাইস ইইউআর’র সূচক ৫০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০১ পয়েন্টে, এফটিএসই ১০০ সূচক ৫৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৭ পয়েন্টে এবং সিএসি ৪০ সূচক ৭৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ২৮০ পয়েন্টে।

অন্যদিকে জার্মানির ডোসি বোর্স এজি জার্মান স্টক ইনডেক্স ডিএএক্স ৫০ দশমিক ১০৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে, আইবিইক্স ৩৫ সূচক ২৪৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬১৭ পয়েন্টে, এফটিএসই এমআইবি সূচক ৩৮৬ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৯৬ পয়েন্টে, সুইস মার্কেন্ট সূচক ৮৫ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬২ পয়েন্টে এবং স্টক্সস ইউরোপ ৫০ প্রাইস সূচক ৩০ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে এশিয়ার বাজারগুলোতে সূচক ব্যাপক পতনের পর রোববার ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এশিয়ার প্রধান বাজারগুলোর মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক ১২৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬৬ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ১১ পয়েন্ট বেড়ে ৭২৬ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ৩৮২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৭৪ পয়েন্টে, এসঅ্যান্ডপি ২০০ সূচক ৬২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০৯ পয়েন্টে স্থির হয়।

এছাড়া, এস অ্যান্ড পি এশিয়া ৫০ সিএমই সূচক ৭৭ দশমিক ২৮ পয়েন্ট কমে ৩ হাজার ১১২ পয়েন্টে এবং কোরিয়া স্টক এক্সচেঞ্জ কেওএস সূচক ৪৬ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২৯ পয়েন্টে, সাংহাই শেনঝেং সিএসআই ৩০ সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৯ পয়েন্টে এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও সূচকের ব্যাপক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার গুলোর মধ্যে মেক্সিকান স্টক এক্সচেঞ্জ মেক্সিকান বোলসা আইপিসি সূচক ৪৯৯ পয়েন্ট বেড়ে ৪১ হাজার ৪৭৬ পয়েন্টে এবং মেক্সিকান স্টক এক্সচেঞ্জ আইএনএমইএক্স সূচক ৩২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া রোববার যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারগুলোর মধ্যে ডাউ-জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মূল্যসূচক ১৮৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৫ পয়েন্ট, এস অ্যান্ড পি ৫০০ ইনডেক্স ২৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৫ পয়েন্টে, নাসডাক কম্পোজিট সূচক ৬৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৫৮ পয়েন্ট এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ১৫৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৯১২ পয়েন্টে, সান্টিয়াগো স্টক এক্সচেঞ্জে ৬১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে সূচক ২০ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করছে।

অর্থ বাণিজ্য