‘যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে’

‘যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে’

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার কার্য শেষ করার জন্য কাজ করছে ঠিক তখনই মুক্তিযুদ্ধের বিরোধীরা বিচার বন্ধের জন্য ষড়যন্ত্র শুরু করেছে। ’৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সমগ্রজাতি যেমন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তেমনি শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’

রোববার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল শহরের উৎসব কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ‘মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দেশগুলো যুদ্ধাপরাধীদের বিচার না করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশকে সহযোগিতা বন্ধ করে দিয়েছে।’

জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ওসমান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান, বাস ও মিনি বাস মালিক সমিতির সভাপতি নাজমুল আলম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান প্রমুখ।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর