​পদক তালিকার শীর্ষে চীন

​পদক তালিকার শীর্ষে চীন

অলিম্পিকের প্রথম দিনে মোট ১২টি ইভেন্টে স্বর্ণ পদকের লড়াই হয়েছে। তার মধ্যে চারটিতে স্বর্ণসহ মোট ছয়টি পদক জিতেছে চীন। ইতালি দুটি স্বর্ণসহ পাঁচটি পদক জিতেছে।

একটি করে স্বর্ণ পদক জেতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, রাশিয়ান ফেডারেশন, কাজাকিস্তান ও অস্ট্রেলিয়া।

এবারের অলিম্পিকের প্রথম স্বর্ণ পদকটি জেতে চীন, নারীদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে। শ্যুটিংয়ে একটি ব্রোঞ্জ পদকও পেয়েছে ২০০৮’র অলিম্পিক গেমসের আয়োজক দেশটি। সাঁতার থেকে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ এবং ভারোত্তলনে একটি স্বর্ণ পদক জেতে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইতালি আর্চারিতে একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জেতে। এছাড়া শ্যুটিংয়ে একটি রৌপ্যও পেয়েছে ইতালি।

যুক্তরাষ্ট্রের একমাত্র স্বর্ণ পদকটি এসেছে সাঁতার থেকে। লন্ডন অ্যাকুয়াটিক সেন্টার থেকে একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদকও পেয়েছে তারা। এছাড়া আর্চারিতে একটি রৌপ্য পদক পেয়েছে।

দক্ষিণ কোরিয়া শ্যুটিংয়ে স্বর্ণ, সাঁতারে রৌপ্য এবং আর্চারিতে ব্রোঞ্জ পদক পেয়েছে। সব মিলে তাদের পদক তিনটি।

ব্রাজিল জুডোতে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ এবং সাঁতারে একটি রৌপ্যপদক পেয়েছে। রাশিয়া একমাত্র স্বর্ণ পদকটি পেয়েছে জুডোতে। কাজাকিস্তান পেয়েছে সাইক্লিংয়ে, অস্ট্রেলিয়া সাঁতারে একটি করে স্বর্ণ পায়।

পদক তালিকায় নাম উঠেছে জাপান, নেদারল্যান্ডস, কলম্বিয়া, পোল্যান্ড, রোমানিয়া, বেলজিয়াম, উত্তর কোরিয়া, সার্বিয়া, হন্ডুরাস, উজবেকিস্তান ও নরওয়ের।

খেলাধূলা