নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে তখন বিরোধী দল কোনো ইস্যু ছাড়াই দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। যত বাধা আসুক যুদ্ধাপরাধীদের বিচার হবেই। বেগম জিয়া এখন দুর্নীতির কথা বলছেন, অথচ তার ছেলেদের দুর্নীতির দায়ে সাজা হয়েছে।
মন্ত্রী বলেন, “বিএনপির সময় দুর্নীতির কারণে বিশ্বব্যাংক ৭টি প্রকল্প বাতিল করেছিল। সেই বিএনপির মুখে দুর্নীতির কথা মানায় না।”
শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের নির্মাণাধীন ওয়ারহাউজ পরিদর্শন শেষে শ্রমিক ফেডারেশনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী আরও বলেন, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আর তা না হলে তাকে সম্মানিত করবে।”
দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে তিনি সরকারের সিদ্ধান্তের কথা আবারও উল্লেখ করেন মন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরশাফুজ্জামান আশু প্রমুখ।