পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে অতিমাত্রায় পরিবেশ দূষণ হচ্ছে। এই নিপীড়িত জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) লন্ডনের বিখ্যাত চ্যাথাম হাউসে এক সংলাপে তিনি একথা বলেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের নিজস্ব উদ্যোগে গঠিত ৪৫ কোটি ডলারের জলবায়ু তহবিলসহ অন্যান্য বিভিন্ন উদ্যোগের বিষয়ে অবহিত করেন মন্ত্রী।
সংলাপে চ্যাথাম হাউসের চেয়ারম্যান বার্নিস লি, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ, রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিমসহ অন্যরা উপস্থিতি ছিলেন।