কেনিয়ায় ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে শ্বাসরোধে হত্যা

কেনিয়ায় ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে শ্বাসরোধে হত্যা

কেনিয়ায় নিযুক্ত ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওলগা ফনসেকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাজধানী নাইরোবিতে তার নিজ বাসভবনে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে তাকে হত্যার কারণ পরিষ্কার নয়।

নাইরোবি পুলিশ জানায়, খুন হওয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাড়িটি বৈদ্যুতিক বেড়া ‍পরিবেষ্টিত।

নাইরোবি পুলিশ কর্মকর্তা অ্যান্থনি কিবুচি সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা খবর পেয়েছি, তাকে ‍তার বাড়ির বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি।”

গত ‍১৫ জুলাই ওলগা ফনসেকা কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। ভেনেজুয়েলার কমকর্তারা জানান, ফনসেকা ছিলেন নাইরোবিভিত্তিক জাতিসংঘ অফিসে কারাকাসের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভেনেজুয়েলা সরকার এই নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে। সরকারের বিশ্বাস, কেনিয়ার সরকার হত্যাকারীদের দ্রুত আটক করতে সক্ষম হবে।

হত্যাকারীদের খুঁজে বের করার ব্যাপারে ভেনেজুয়েলা সব ধরনের সহযোগিতা করবে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে।

নারী কূটনীতিক ওলগা ফনসেকা তার ব্যক্তি জীবন ও পেশাদারিত্বের জন্য অত্যন্ত প্রশংসনীয় ছিলেন।

আন্তর্জাতিক