স্পেনে বেকারত্বের নতুন রেকর্ড

স্পেনে বেকারত্বের নতুন রেকর্ড

১৯৭০ সালের পর স্পেনে বেকারত্বের হার নতুন রেকর্ড তৈরি করেছে। বর্তমানে দেশটিতে বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫৭ লাখ। যা দেশটির মোট জনসংখ্যার এক-চর্তুথাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে(জানুয়ারি-মার্চ)বেকারত্বের এই হার ছিলো ২৪ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে এসে পরিস্থিতি আরোও খারাপ হয়ে (এপ্রিল-জুন) এই হার ২৪ দশমিক ৬ শতাংশে পৌঁছে।

এর আগে ১৯৭০ সালে স্পেনের ডানপন্থী একনায়ক ফ্রান্সিসকো ফ্রান্কোর মারা যাওয়ার সময় স্পেনের বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে ছিলো। ফ্রান্কো মারা যাওয়‍ার পর স্পেন পুনরায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসে।

স্পেনের তৃতীয় বৃহত্তম ব্যাংক কাইজা থেকে বলা হয়েছে তাদের মুনাফা ৮০ শতাংশ হ্রাস পেয়েছে।

এছাড়া স্পেনের বৃহত্তম ব্যাংক সান্তানদারের প্রথম ছয়মাসের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকে নেমে এসেছে।

স্পেনের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং অর্থনীতিবিদরা এ অবস্থা থেকে উত্তরণের সহজ কোন পথও দেখছেন না বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বিশিষ্ট অর্থনীতিবিদ বেন মে এ প্রসঙ্গে বলেন, সবকিছুই দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যদি এই সমস্যা থেকে দ্রুত বের হওয়া সম্ভব না হয় তবে স্পেন ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়বে।

আন্তর্জাতিক