গড় আয়ুতে জাপানকে পেছনে ফেললো হংকংয়ের নারীরা

গড় আয়ুতে জাপানকে পেছনে ফেললো হংকংয়ের নারীরা

দীর্ঘায়ু লাভের ক্ষেত্রে গত ২৫ বছরের মধ্যে এই প্রথম জাপানের নারীদের ছাড়িয়ে প্রথম স্থানে উঠে এলো হংকংয়ের নারীরা। মানুষের জীবনে বেঁচে থাকার সময়ের উপর করা এক জরিপে এই তথ্য উঠে আসে।

সম্প্রতি জাপানের স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে প্রকাশিত এ সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে ফলাফলটি প্রকাশ করা হয়।

জাপানের এই অবনমনের পেছনে ২০১১ সালের ভয়াবহ সুনামি এবং ভূমিকম্পকেই অনেকাংশেই দায়ী করা হয়েছে জরিপে। কারণ গত সুনামি ও ভূমিকম্পে জাপানে ২০ হাজারেরও বেশি লোক নিহত হন। যাদের অর্ধেকই নারী।

২০১০ সালেও জাপানের নারীদের গড় প্রত্যাশিত আয়ু ছিলো ৮৬.৩০ বছর। ২০১১ সালে তা নেমে আসে ৮৫.৯০ বছরে। ২০১১ সালে হংকংয়ের নারীদের গড় প্রত্যাশিত আয়ুষ্কাল ছিলো ৮৬.৭০ বছর।

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে জাপান এ শীর্ষ স্থানটি ধরে রেখেছিলো । জাপানের ঐতিহ্যগত খাদ্যগ্রহণ প্রণালী এবং জাপানি নারীদের স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

তবে দুর্যোগের কারণে মৃত্যুর ঘটনা বাদ দিলেও এমনিতেই জাপানের নারীদের গড় আয়ুষ্কাল হংকংয়ের নিচে নেমে আসতো বলে গবেষণা প্রতিবেদনে উল্ল্যেখ করা হয়।

সম্প্রতি জ‍াপানের নারীদের মধ্যে আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পাওয়া, বিভিন্ন ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হওয়া এবং অন্যান্য উপায়ে স্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় তাদের গড় আয়ু কমে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নারীদের পাশাপাশি জাপানের পুরুষদেরও গড় প্রত্যাশিত আয়ু হ্রাস পেয়েছে বলে গবেষণা প্রতিবেদনে দেখানো হয়। ২০১০ সালে যেখানে পুরুষদের গড় প্রত্যাশিত আয়ুষ্কাল ছিলো ৭৯.৫৫ বছর সেখানে ২০১১ সালে তা নেমে আসে ৭৯.৪৪ বছরে।

পুরুষদের গড় প্রত্যাশিত আয়ুষ্কালে বিশ্বে চতুর্থ স্থানে অবস্থানকারী জাপান ২০১০ সালে অষ্টম স্থানে নেমে আসে বলে জানিয়েছে জাপানের কিয়েদো সংবাদ সংস্থা।

আন্তর্জাতিক