প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ব্যবসা করার জন্য ক্ষমতায় আসিনি। ব্যবসায়ীরা ব্যবসা করবে। ব্যবসা বাণিজ্য দিয়ে দেশের উন্নয়ন সম্ভব।’
রাজধানীর শেরেবাংলানগরে ১৭তম বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রাজধানীর শেরেবাংলানগরে রোববার সকালে মাসব্যাপী এই আর্ন্তজাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন তিনি।
এ সময় বাংলাদেশি পণ্যের চাহিদা কোন কোন দেশে রয়েছে ব্যবসায়ীদের তা খুঁজে বের করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কোন দেশে কখন কোন পণ্য রপ্তানি করা যায় সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার তাগিদ দেন তিনি।
এছাড়া বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানোরও আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য ভারত, চীনসহ বিভিন্ন রাষ্ট্রে আমরা নতুন বাজার সৃষ্টি করেছি। বিশ্ব মন্দায় অন্যান্য দেশ যেখানে হিমশিম খেয়েছে সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক ছিল। এটি আমাদের বড় অর্জন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের উন্নয়নের জন্য আমরা ৪৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছি।’
‘চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকার আমলের ৭ বছর অনেক লস (ক্ষতি) গেছে’ দাবি তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন তা রিকভার করছি।’
ক্ষমতায় আসার পর তিন বছরে অনেক বাধার মুখে পড়লেও তার নেতৃত্বাধীন সরকার ভালোভাবেই অগ্রসর হয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি।
বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মংলা পোর্ট বন্ধ ছিল, আমরা তা চালু করেছি।’