নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী সাবরিনা হক সাবা। ধীরে ধীরে উঠে আসছেন লাইম লাইটে। গত শুক্রবার রাতে মোহনা টিভিতে প্রচারিত ফোনো লাইভ কনসার্ট ‘বসুধা আমিও গাইতে পারি’ অনুষ্ঠানে সাবরিনা হক সাবার পারফর্মেন্স মুগ্ধ করেছে দর্শকদের।
গানের পাখি সাবরিনা হক সাবার জন্ম বগুড়ায়। সাবরিনার বাবা সানাউল হক। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। মা গৃহিনী। গানের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। মা-বাবাও গানের প্রতি মেয়ের এই আগ্রহকে অনুপ্রাণিত করেছেন।
জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা নতুন কুঁড়িতে অংশ নেওয়ার মাধ্যমে পরিচিতি পায় সাবা। এরপর এনটিভির মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় ৪র্থ তম স্থান অর্জন করেন তিনি । বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছেন নতুন কুঁড়ি ও পদ্ম কুঁড়িসহ আরও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সাবরিনা হক সাবা সবধরনের গানেই পারদর্শী। তিনি মনে করেন, একজন পরিপূর্ণ শিল্পীর সবধরনের গানই গাওয়া উচিত।
রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডারের সেরা পাচে পৌছানোর পর সাবা নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। নিজেকে শোবিজের অলরাউন্ডার করে গড়ে তোলার জন্য গানের পাশাপাশি অভিনয়, উপস্থাপনা আর আবৃত্তিতে নিজেকে দ করে তুলেছেন।
ইউনিসেফের প থেকে ‘নুপুর’ নামে একটি শর্টফিল্ম তৈরি করা হয়েছিল। এটি প্রদর্শিত হয় নেদারল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে। এটি নির্মাণ করে প্রশংসিত হন সাবা। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমীতে ২০ মিনিটের একটি ফিল্মেও তিনি কাজ করেন।
ভিকারুন্নিসা নুন কলেজে ১ম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রী সাবরিনা হক সাবার অবসর কাটে বই পড়ে ও গান শুনে।