শহরের গরিবদের স্বাস্থ্যসেবায় ৬৬০ কোটি টাকার প্রকল্প

নতুন অর্থবছরের প্রথম একনেক সভায় শহর এলাকার গরিব মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে ৬৬০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি’ নামের এই প্রকল্পের আওতায় দেশের সব সিটি কর্পোরেশন (রংপুর ও গাজীপুরসহ) এবং চারটি নির্বাচিত পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

নির্বাচিত এনজিওর মাধ্যমে এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভার তত্ত্বাবধানে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।

পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পে এডিবি, সুইডিশ সিডা ও ইউএনএফপিএ ৫৮৪ কোটি টাকা দেবে। বাকি অর্থ সরকার যোগান দেবে।

অনুমোদিত প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, শহরের দরিদ্র জনগণের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, জনস্বাস্থ্য বিষয়ে আচরণগত পরিবর্তন সাধন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন প্রকল্পটির মূল উদ্দেশ্য।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটিসহ মোট আটটি প্রকল্প অনুমোদন হয় বলে ভারপ্রাপ্ত পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।

সভায় ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’ নামের ৬৯৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। এর আওতায় দেশের সমতল এলাকায় ৪৫৯টি উপজেলায় ৩০ হাজার ১৩৩ মিটার সেতু/কালভার্ট নির্মাণ করা হবে।

ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ‘কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি’র আওতায় বিভিন্ন উপজেলায় নির্মিত রাস্তায় পানি নিষ্কাশন ও নৌ-চলাচলের জন্য রাখা গ্যাপে এসব কালভার্ট তৈরি হবে।

শফিকুল ইসলাম জানান, সভায় অনুমোদিত আটটি প্রকল্পের ব্যয় ২ হাজার ৩২৩ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৭৩৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে এবং ৫৮৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ৫২ কোটি টাকা ব্যয়ে সরকারি সহায়তায় ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সুবিধাদি উন্নয়ন’ প্রকল্প, ৪৬ কোটি টাকার সরকারি সহায়তায় প্রকিউরমেন্ট অব মডার্ন ইকুইপমেন্ট ফ্যাসিলিটিজ ফর বর্ডার গার্ড বাংলাদেশ (রিভাইজড) প্রকল্প, ৫৪৫ কোটি টাকার সরকারি সহায়তায় কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রকল্প, ১৪৩ কোটি টাকার সরকারি সহায়তায় ‘জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্প, ১৪৮ কোটি টাকার সরকারি সহায়তায় ‘নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া-ছোট ফেনী নদী নিষ্কাশন (৩য় সংশোধিত) প্রকল্প এবং সরকারির সহায়তায় ৩৪ কোটি টাকার রাজশাহী শহরে সুপেয় পানি সরবরাহ প্রকল্প।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ একনেকের অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য