গেল সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে- লিন্ডে বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মা ও গ্রামীণফোন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, গেল সপ্তাহের লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভায় কোম্পানির সাধারণ শেয়ারধারীদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। এর ফলে ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ারের বিপরীতে ২০ টাকা লভ্যাংশ পাবেন একজন বিনিয়োগকারী। যদিও সর্বশেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ার ৫৫১.৬০ টাকায় লেনদেন হয়।
লভ্যাংশ ঘোষণাকারী আরেক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মা ২৫ শতাংশ নগদ ও ৪০ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
পূর্ববর্তী বছরে প্রতিষ্ঠানটি ৩০ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।
বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার লেনদেন হয় ২৫৭.৬০ টাকা।
অন্যদিকে, গ্রামীণফোন লিমিটেড কোম্পানির সাধারণ শেয়ারধারীদের জন্য ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জানুয়ারি থেকে জুন এ সময়কালের জন্য প্রতিষ্ঠানটি এ লভ্যাংশ ঘোষণা করে।
পূর্ববতী বছরের একই সময়ের জন্য প্রতিষ্ঠানটি ১৪০ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার লেনদেন হয় ২০৮.১০ টাকা।