একটি মহলের ষড়যন্ত্রে পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিল হয়েছে: পরিবেশমন্ত্রী

একটি মহলের ষড়যন্ত্রে পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিল হয়েছে: পরিবেশমন্ত্রী

একটি মহলের ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছে বলে অভিযোগ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি প্রশ্ন রাখেন, “যেখানে কাজই শুরু হয়নি, সেখানে দুর্নীতি হয় কী করে। বরং বিশ্বব্যাংকই একটি ভুয়া প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দিতে সরকারকে ৩ বার চিঠি দিয়েছে।”

একটি ভুয়া প্রতিষ্ঠানের জন্য তদবির করে বিশ্বব্যাংক নিজেই দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

শুক্রবার সন্ধ্যায় কিং অব চিটাগাংয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “পদ্মাসেতু করার জন্য সরকার যখন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, তখনই একটি চক্র পদ্মা সেতু না হওয়ার ষড়যন্ত্র শুরু করে। তারই অংশ হিসেবে দুর্নীতির মিথ্যা অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আগের চেয়ে অনেক কমেছে। মানুষের মাথাপিছু আয় আগের চেয়ে ২৫০ ডলার বৃদ্ধির পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে।”

ভারতের মানুষের গড় আয়ু যেখানে ৬৪, বাংলাদেশের মানুষের গড় আয়ু সেখানে ৬৯ হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এটাই হচ্ছে বর্তমান সরকারের সাফল্য।”

বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. শরফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চাঁদপুরের সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুল, বিএমএ সাধারণ সম্পাদক ডা. নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ