তুরস্কের দক্ষিন পূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকায় শুক্রবার দূর নিয়ন্ত্রিত( রিমোট কন্ট্রোল) বোমা বিস্ফোরণে দুই তুর্কি সেনা নিহত হয়েছে।
এছাড়া একই হামলায় আরো এক সেনা ও এক বেসামরিক ব্যক্তি আহত হন বলে কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায় সংবাদমাধ্যম।
তুরস্কের দিয়াবাকির প্রদেশের লাইস শহরের নিকটবর্তী একটি সেনা ঘাটিঁর কাছে স্থানীয় সময় শুক্রবার সকালে বোমাটি বিস্ফোরিত হয়। সেনারা একটি সামরিক বাহনে করে ঘাটিঁ থেকে বেরিয়ে রাস্তা ধরে যাওয়ার পথে রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটিকে বিস্ফোরিত করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
হামলার জন্য তুরস্কের নিষিদ্ধঘোষিত সংগঠন কুর্দিস্তান ওর্য়াকাস পার্টিকে(পিকেকে) দায়ী করছে তুর্কি কর্তৃপক্ষ।
বিগত ২৭ বছর ধরে তুর্কি অধীনতার বিরুদ্ধে লড়াই করে আসছে সংগঠনটি। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার প্রাণ হারিয়েছে যাদের অধিকাংশই বেসামরিক লোক।
তুরস্কের বাইরে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কুর্দিস্তান ওর্য়াকাস পার্টিকে(পিকেকে) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
পিকেকের প্রধান ঘাটিঁ মূলত উত্তর ইরাকে। তবে তারা প্রায়ই সীমান্ত অতিক্রম করে তুরস্কের অভ্যন্তরে ঢুকে তুর্কি নিরাপত্তা অবস্থান লক্ষ করে হামলা পরিচালনা করে।