চোট কাটিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামতে প্রস্তুত জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। আর শুরুতে নিরাপত্তা নিয়ে বির্তকে জড়ালেও সবকিছু সামলে বর্ণীল উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য তৈরি লন্ডন। শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করবে সারা বিশ্বের কোটি কোটি দর্শক।
২০৪টি দেশের ১০ হাজারেও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন লন্ডন অলিম্পিকে। হাজার হাজার অ্যাথলিটদের মধ্যে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী বোল্টকে খুঁজে পেতে সমস্যা হবে না দর্শকদের। প্রতিযোগিতার ১০০ মিটার ও ২০০ মিটার ইভেন্টে সবার চোখ থাকবে তার ওপর। বোল্টের মতে, ‘এটা হচ্ছে সেই মুহূর্ত যা তুলে ধরবে আমার সমগ্র জীবন। কারণ অসংখ্য মানুষ বলছে আমি হলাম লিজেন্ড।’
অলিম্পিকের ১০০ মিটার ও ২০০ মিটারের বর্তমান চ্যাম্পিয়ন বোল্ট। এই ইভেন্টে তার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বদেশী ইয়োহান ব্লেকের সঙ্গে। পিট ও হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে লড়াই করে নিজেকে প্রতিযোগিতার জন্য তৈরি করেছেন বোল্ট। বিবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘৯৫ ভাগ ফিট আছি। তবে ট্র্যাকে নামার জন্য সেরা ফর্মে আছি আমি।’ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন বোল্ট।
প্রতিযোগিতায় চারটি স্বর্ণ পদকে জয়ের লক্ষ্য নিয়ে ট্র্যাকে নামবেন বোল্ট। ৪x৪০০ মিটার রিলের পাশাপাশি ৪x১০০ মিটারেও সোনা জিততে চান তিনি। ২৫ বছর বয়সী বোল্ট বলেন, ‘২০০ মিটার রেসে অংশগ্রহণের পর যদি মনে হয় আমি ফিট আছি তবে আবারও ট্র্যাকে নামবো। কেন নয়; দেশের প্রয়োজনে আমি সেটা করবো।’