রাজধানীর জমির মূল্য তালিকা দাখিল করতে ভূমি নিবন্ধন মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এলাকাভেদে জমির মূল্য তালিকা আগামী ৭ আগস্টের মধ্যে দাখিল করতে হবে। একই সময়ের মধ্যে বাড়িভাড়া নিয়ন্ত্রণে কন্ট্রোলার নিয়োগ সংক্রান্ত আদেশের গেজেটেড কপি দাখিল করতে ঢাকা জেলার রেজিস্ট্রারকে বলা হয়েছে।
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা নিয়ে জারি করা একটি রুলের শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান এবং বিচারপতি রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতের এ নির্দেশনার বিষয়টি জানিয়েছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে ২০১০ সালের ২৫ এপ্রিল ঢাকা সিটি করাপোরেশন নির্ধারিত বাড়িভাড়া কার্যকরের নির্দেশনা ও বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে বিধি প্রণয়নের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট আবেদন করে।
এ আবেদনের প্রেক্ষিতে ১৭ মে হাইকোর্ট একটি রুল জারি করেন।
রুলে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধি-বিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না সরকারের কাছে তার ব্যাখ্যা চান হাইকোর্ট।
রিট আবেদনে বলা হয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রশিদ, বাড়ি ছাড়ার নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান রয়েছে। কিন্তু অনেক বাড়িওয়ালা আইন ভেঙে ইচ্ছামতো ভাড়া বাড়ান, যখন-তখন বাড়ি ছাড়ার নোটিশ দেন। তারা ভাড়াটেদের বাড়ি ভাড়ার রশিদ দেন না।