ঈদের আগেই পোশাক শ্রমিকদের উৎসব বোনাস ও বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।
ঈদের আগে রাজধানী যানজটমুক্ত রাখতে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে বলেও জানান তিনি। এতে পুলিশ, পরিবহন শ্রমিক প্রতিনিধি, অগ্নি নির্বাপন বাহিনী, তিতাস গ্যাস ও বিদ্যুৎ খাতের প্রতিনিধি এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।
পোশাক শ্রমিক, মালিক ও সরকার পক্ষের বৈঠকের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে ঈদের আগে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস নিয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা এবং ঈদ আয়োজন নিয়ে বিভিন্ন সড়কে সৃষ্ট যানজট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ঈদের আগেই বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের পাশাপাশি ঈদের সময় কোনো কারখানা যেন বন্ধ না হয় এবং ঈদকে কেন্দ্র করে যানজট পরিস্থিতি যেন সৃষ্টি না হয় তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঈদের সময় ব্যবসায়ীদের অর্থ পরিবহনের নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অর্থ জমা বা উত্তোললের ক্ষেত্রে পুলিশের সাহায্য নেওয়ার আহবান জানানো হয়েছে ব্যবসায়ীদের। পরিবহনের ক্ষেত্রেও পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের।”
সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুশতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ এতে উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, “সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার জন্য বন্ধের দিনও ব্যাংকগুলোকে খোলা রাখার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্টের মধ্যেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৯ বা ২০ আগস্ট বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।