পাটকল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে অবসরোত্তর ছুটিতে থাকা মেজর জেনারেল হুমায়ুন খালেদকে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হয়েছে।
এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব’র ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমারের চুক্তি বাতিল করা হয়েছে। তবে রাকাব ব্যবস্থাপনা পরিচালকের আবেদনের প্রেক্ষিতে তার চুক্তি বাতিল করা হয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।
পৃথক আদেশে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। গত ১৭ মে অথবা তার যোগদানের দিন থেকে এ চুক্তি কার্যকর হবে।
উপসচিব পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মীর নজরুল ইসলামকে ওএসডি করে ‘মৈত্রী শিল্প সংস্থা’র পরিচালক (ব্যবস্থাপনা ও বিপনন) পদে দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‘১০টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে কর্মরত উপসচিব এএইচএম সামসুজ্জামানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খুরশীদ ইকবাল রেজভী।
প্রেষণে নিয়োগ পাওয়া ঢাকা ওয়াসার সচিব মো. মজিবুর রহমান মামুনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে কাজী ওয়াছি উদ্দিনকে ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেটকে সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।