বছরের শুরুতে ঊর্ধ্বমুখী সূচক

বছরের শুরুতে ঊর্ধ্বমুখী সূচক

নতুন বছর ২০১২ সালের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে লেনদেন চলছে। লেনদেনের প্রথম পৌনে একঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ৭৮ পয়েন্ট। এ সময়ে মোট ১৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।

রোববার প্রথম ৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে যায়। অবশ্য পরের পাঁচ মিনিট অর্থাৎ ১১টা ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত দিনের শুরুতে বৃদ্ধি পাওয়া সূচক থেকে ১২ পয়েন্ট কমে যায়। এর পরে ফের ঊর্ধ্বমুখী হয় সূচক। প্রথম ১৫ মিনিটে ডিএসইতে ১৪৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বাড়ে ৩১ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার বেলা পৌনে ১২টায় লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম।

এ সময় ডিএসইর সাধারণ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৫ হাজার ৩৩৬ পয়েন্টে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করে- সিএমসি কামাল, আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট, এসআইবিএল, বিডি থাই, এসআলম কোল্ড রোল্ড, এনবিএল, ম্যাকসন্স স্পিনিং ও বেক্সিমকো।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর