নতুন বছর ২০১২ সালের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে লেনদেন চলছে। লেনদেনের প্রথম পৌনে একঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ৭৮ পয়েন্ট। এ সময়ে মোট ১৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।
রোববার প্রথম ৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে যায়। অবশ্য পরের পাঁচ মিনিট অর্থাৎ ১১টা ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত দিনের শুরুতে বৃদ্ধি পাওয়া সূচক থেকে ১২ পয়েন্ট কমে যায়। এর পরে ফের ঊর্ধ্বমুখী হয় সূচক। প্রথম ১৫ মিনিটে ডিএসইতে ১৪৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বাড়ে ৩১ পয়েন্ট।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার বেলা পৌনে ১২টায় লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম।
এ সময় ডিএসইর সাধারণ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৫ হাজার ৩৩৬ পয়েন্টে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করে- সিএমসি কামাল, আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট, এসআইবিএল, বিডি থাই, এসআলম কোল্ড রোল্ড, এনবিএল, ম্যাকসন্স স্পিনিং ও বেক্সিমকো।