অগ্রণী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ৫ম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক।

উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আবদুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ, পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ, সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি, শীর্ষ  নির্বাহীবৃন্দ এবং কোম্পানি সচিব।

অগ্রণী ব্যাংকের পাবলিক রিলেসন্স ডিভিসনের সহকারী মহাব্যবস্থাপক কবির আহমেদ খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- সভায় ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের ব্যাংকের আর্থিক বিবরণীসহ ২০১২ সালের আর্থিক কার্যক্রম ও অর্জিত ফলাফলসহ সার্বিক বিষয় অনুমোদিত হয়।

তাছাড়া ২০১১ সালের কর-পরবর্তী মুনাফা বন্টন এবং ২০১২ সালের জন্য বহিঃনিরীক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া পরিষদের সুপারিশকৃত ২০১১ সালের জন্য ১:১০ বোনাস শেয়ার অনুমোদিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান ড. বজলুল হক বলেন, বিগত বছরের ব্যাংকের কর্মকা- সার্বিক বিবেচনায় অগ্রগতি সাধিত হয়েছে। ব্যাংকের ২০১০ সালের আমানত ২০ হাজার ৬৩৩ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০১১ সালে ২৫ হাজার ২২১ কোটি টাকা, বিনিয়োগ ৪ হাজার ৩৯২ কোটি টাকা থেকে ৮ হাজার ৫৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এছাড়া অগ্রিম ১৬ হাজার ৩২৬ কোটি টাকা থেকে ১৯ হাজার ৪০৯ কোটি টাকা, পরিচালন মুনাফা ১ হাজার ৮৬ কোটি টাকা থেকে ১ হাজার ৪৭৪ কোটি টাকা এবং কর পূর্ববর্তী মুনাফা ৬৪১ কোটি টাকা থেকে ৭৩৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন এখন প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ ব্যাংকের ৮৮০ শাখার সবকটিতে অনলাইন রেমিট্যান্স প্রেরণ করতে পারছেন। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডই প্রথম ১০২টি শাখার সার্বিক লেনদেন সম্পূর্ণ অন-লাইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এরফলে দেশের সবকয়টি জেলা সদরে অবস্থিত শাখার গ্রাহকবৃন্দ অন-লাইন ব্যাংকিং এর সুফল ভোগ করছে।

সৈয়দ আবদুল হামিদ ব্যাংকের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনে গ্রাহকবৃন্দ, স্টেক হোল্ডার, রেগুলেটরি কর্তৃপক্ষ, পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ এবং সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে তাদের সমর্থন, সহযোগিতা ও মূল্যবান দিক-নির্দেশনা দেয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অর্থ বাণিজ্য