আগামী জাতীয় সংসদ নির্বাচন নতুন সংসদীয় সীমানায়ই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, ‘‘আমরা আদমশুমারীর চূড়ান্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এখন আমাদের প্রস্তুতি চলছে। আমরা গ্রাউন্ড ওয়ার্কও শুরু করেছি।’’
অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘‘আগামী ২২/২৩ আগস্ট গাজীপুর-৪ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে ২২ আগস্ট যেহেতু ছুটির পর প্রথম অফিস, তাই তা ২৩ আগস্টও ঘোষণা করা হতে পারে।’
তবে অন্য একটি সূত্র জানায়, ২৩ আগস্টই গাজীপুর-৪ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।
সিইসি জানান, ‘‘রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলেছে। এরই মধ্যে শুরু হয়েছে সীমানা নির্ধারনের কাজ। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে।’’