তৃতীয় দফায় চীনের উপহারের ১০ লাখ করোনা টিকা আগামী কাল (১৩ আগস্ট) ঢাকায় আসবে। বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। চীনের তিয়ানজিন শহরে এ টিকা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে। শুক্রবার (১৩ আগস্ট) এ টিকা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। দ্বিতীয় দফায় আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেয়।
এছাড়া ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় কেনা ২০ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ ডোজ টিকা। গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ ডোজ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকায় আসে। সবমিলিয়ে চীন থেকে ১ কোটি ১৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে।