স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ থেকে এসংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
এর আগে মাদকদ্রব্য সংক্রান্ত অভিযোগে গত ১৯ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অ্যাক্টের ধারা ৭৪-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯-এর ১-এর ৯ (ক) ধারা অনুযায়ী সারোয়ার হোসেন গ্রেফতার হয়ে ১৯ জুলাই থেকে কারাগারে আটক ছিলেন।
প্রসঙ্গত, ওইদিনই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বাংলাদেশ সার্ভিস রুলের পার্ট-১-এর বিধি ৭৩ মোতাবেক ১৯ জুলাই সাময়িক বরখাস্ত ছিলেন। তাকে দাপ্তরিক আদেশে বরখাস্ত করা হয়েছে। বিধি অনুসারে তিনি খোরাকি ভাতা, মঞ্জুরি ও অন্যান্য ভাতা পাবেন।