চীনে মারা যাওয়া ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউডকে হত্যার দায়ে বিতর্কিত চীনা রাজনীতিক বোসিলাইয়ের স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
বো সিলাইয়ের স্ত্রী গু কাইলাই এবং বো দম্পতির বাড়িতে নিয়োজিত কর্মচারী ঝাঙ সিয়াও জুর বিরুদ্ধে সম্প্রতি চীনা আদালতে এ সম্পর্কিত একটি তদন্ত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সিনহুয়া। গত ১৫ নভেম্বর ২০১১ তারিখে চীনের চংকিংয়ের একটি হোটেল থেকে মৃত অবস্থায় আবিস্কার করা হয় হেউডকে।
হেউডের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা বো সিলাইয়ের পতনকে ত্বরান্বিত করে। অন্যতম শীর্ষ রাজনীতিক বোর পতন সাম্প্রতিক সময়ে চীনের রাজনীতির অন্যতম চাঞ্চল্যকর একটি ঘটনা।
হেউডের মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মদ্যপানকেই প্রথমে দায়ী করা হয় স্থানীয় কর্তৃপক্ষের তরফে। তবে পরবর্তীতে এ নিয়ে সন্দেহ ঘনীভূত হলে চীনের কেন্দ্রীয় সরকার গত এপ্রিলে ঘটনার সঙ্গে বোর স্ত্রীর সংযোগের বিষয় তদন্তের নির্দেশ দেয়।
পরবর্তীতে তদন্ত শেষে হেউডের মৃত্যুকে হত্যাকা- হিসেবে অভিহিত করে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হেফেই শহরের কৌসুঁলিরা বো সিলাইয়ের স্ত্রীসহ দুজনকে অভিযুক্ত করেন।
সিনহুয়া জানায়, হেউডের সঙ্গে আর্থিক ব্যাপারে মিসেস গু এবং তার পুত্রের দ্বন্দ্ব চলছিলো। তদন্তে বলা হয় হেউডের তরফে পুত্রের ব্যক্তিগত নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কাই হয়তো মিসেস গুকে প্ররোচিত করে বিষ প্রয়োগে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে। আর এ কাজে তাকে সহায়তা করেন অভিযুক্ত কর্মচারী ঝাং।
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেগা সিটি চংকিংয়ের শীর্ষ নেতা বো গত মার্চে বরখাস্ত হন। তার বিরুদ্ধে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়।
বরখাস্ত হওয়ার আগে বো পদোন্নতির প্রত্যাশায় ছিলেন। অনেকের ধারণা ছিলো চীনের আসন্ন নেতৃত্ব পরিবর্তনের সময় গুরুত্বপূর্ণ পদ লাভ করবেন তিনি।