বুলগেরিয়ার হামলার পেছনে ইসরায়েলই দায়ী: জাতিসংঘে ইরানের দূত

বুলগেরিয়ার হামলার পেছনে ইসরায়েলই দায়ী: জাতিসংঘে ইরানের দূত

বুলগেরিয়ায় গত সপ্তাহে সংঘটিত বোমা হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইরান। কৃষ্ণসাগরের তীরবর্তী বুলগেরীয় শহর বুরগাসের বিমান বন্দরে ইসরায়েলি পর্যটকরা এ হামলার শিকার হয়। এতে ৫ ইসরায়েলি পর্যটক নিহত হওয়ার পাশাপাশি অপর ৫২ জন আহত হয়। ইসরায়েল এ হামলার জন্য ইরান ও হেজবুল্লাহকে দায়ী করেছে। তবে উভয় পক্ষই তা অস্বীকার করেছে।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর অনুষ্ঠিত বিতর্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত বুলগেরিয়া বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে বক্তব্য দেন।  তিনি বলেন, ‘ওই সন্ত্রাসী হামলার অল্প কয়েক মিনিটের মধ্যেই ইরানকে দায়ী করে ইসরায়েলের দেওয়া বিবৃতি খুবই আশ্চর্যজনক।’

বুরগাসের বিমান বন্দরে ইসরায়েলি পর্যটকবাহী একটি বাসে হামলা চালায় আত্মঘাতী বোমা হামলাকারী। হামলায় ইসরায়েলি পর্যটকদের পাশাপাশি বুলগেরীয় বাস চালকও নিহত হয়।

হামলার অল্প সময়ের মধ্যেই ইরান ও লেবাননের ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন হেজবুল্লাহকে এ হামলার জন্য দায়ী করে বিবৃতি দেয় ইসরায়েল। তরিৎ প্রতিক্রিয়ায় ইরানও নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দেয়।

জাতিসংঘে ইরানের দূত খাজায়ি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা কখনই এ ধরণের কর্মকা-ে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও হবো না, যেখানে নিরীহ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি বলেন, ‘ এ ধরণের সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা এমন কোনো শাসক চক্রের দ্বারাই সম্ভব যাদের এ ধরণের অপকর্ম সংঘটনের অতীত ইতিহাস আছে। এর আগেও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসী কার্যক্রম ও হত্যাকা- পরিচালনা করেছে তারা।’

তিনি বলেন, তার কাছে এরকম অনেক উদাহরণ আছে যেখানে ইসরায়েল নিজের জনগণ এবং নিরপরাধ ইহুদিদের হত্যা করে অপরের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করেছে। তিনি বলেন, ‘ইরানের পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুর ঘটনা এখনও আমাদের স্মৃতি তাজা।‘

২০১০ সালের পর থেকে ইরানের ৫ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে দাবি করে আসছে ইরান। এছাড়াও ইরানের অভ্যন্তরে অন্যান্য গোপন অভিযান পরিচালনার পাশাপাশি তাদের পরমাণু কর্মসূচিতে শক্তিশালী ভাইরাস হামলার জন্যও ইসরায়েলকে দায়ী করে ইরান।

এদিকে জাতিসংঘে ইসরায়েলের দূত হাইম ওয়াক্সম্যান বলেন, বুলগেরিয়ার হামলার ওপর ইরানের হাতের ছাপ রয়েছে। এছাড়াও গত কয়েকমাস ধরে সারা পৃথিবী জুড়ে অন্যান্য ইসরায়েলি টার্গেটেও হামলা চালিয়েছে ইরান।

তিনি বলেন, ‘তাদের( ইরানের) মন্তব্য দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়। কারণ একই সরকার  ৯/১১ হামলার পেছনে ষড়যন্ত্র তত্ত্ব থাকার বিষয়টি তুলে ধরার পাশাপাশি হলোকাস্টকেও ( দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধন যজ্ঞ) অস্বীকার করেছে।’

আন্তর্জাতিক